শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে লাগাতার ৮ম বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা করব জয় সমাজকল্যাণ সংস্থা; এর সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
সোমবার (৮ জানুয়ারি) রাত দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার মন্ত্রী মার্কেটের ৪র্থ তলায় বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপির নিজ বাসভবনে তাকে শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক প্লাবন শুভ, সহ সভাপতি পলাশ দাস বাপ্পী, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মিঠুন দত্ত, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহারিয়া আসিফ দিনার, দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন সজল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দেবাশিস সরকার সনজু, সদস্য মোসলেম উদ্দিন প্রমুখ।