মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :রাজশাহী র্যাব-৫ সদর কোম্পানীর অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারীকে আটক করা করেছে। শুক্রবার (৮ মার্চ) রাত ৮ টার দিকে পুঠিয়া শিবপুরহাট এলাকায় এ অভিযান চালায় র্যাব। অভিযানে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে র্যাবের একটি দল রাত ৮টার দিকে শিবপুরহাট এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহ ভাজন হিসাবে মারুফুর রহমান মারুফ (২৩), রাকিবুল হাসান (২২) ও মারুফ (২২) নামে তিনজনকে আটক করে র্যাব। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ৮৯ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তিন মাদক কারবারী পুঠিয়া উপজেলার শিবপুরহাট এলাকার বাসিন্দা। পরে তাদের পুঠিয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।