বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র সদস্যবৃন্দের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘টিআই, টিআইবি ও দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন’ বিষয়ক এক ওরিয়েন্টেশন রোববার ( ২২ সেপ্টেম্বর) পবা উপজেলার দর্শনপাড়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র কার্যক্রম, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, এসিজি পরিচালনা নীতিমালা ও পরিচালন কৌশল, জেন্ডার সংবেদনশীলতা ও টিআইবি, টিআইবি’র নৈতিক আচরণবিধি এবং টিআইবি’র যৌন হয়রানির অভিযোগ ও প্রতিকার এবং সুরক্ষা নীতিমালা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, টিআইবি বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতন নাগরিক কমিটি (সনাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)’র সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখতে ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
উল্লেখিত প্রকল্পের আওতায় সনাক, রাজশাহী স্থানীয়ভাবে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি, পরিবেশ ও নির্মাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মানোন্ন্নয়নের মাধ্যমে দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। উক্ত ওরিয়েন্টেশনে ফ্যাসিলিটেটর হিসেবে টিআইবি, রাজশাহী’র এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক দায়িত্ব পালন করেন। ওরিয়েন্টেশনে প্রশিক্ষণার্থী হিসেবে এসিজি’র ১০ জন সদস্য অংশগ্রহণ করেন।