টিকাপাড়ায় চ্যাম্পিয়ন্স কাপ ফুটবল টুর্নামেন্ট শেষ ।। প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের লোগো উন্মোচন

আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১০:৪৮ অপরাহ্ণ


ক্রীড়া প্রতিবেদক
টিকাপাড়া তরুণ সংঘ আয়োজিত ১৭তম চ্যাম্পিয়ন্স কাপ ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে শেষ হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলায় মোকাবিলা করে শিরোইল কলোনি স্পোটিং ক্লাব ও তারুণ্য টেলিকম দল।
টিকাপাড়া মহানগর ঈদগাহ ময়দানে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী। এসময় সাবেক ফুটবলার হুদা উপস্থিত ছিলেন।
এদিকে রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম উল আযীম বলেছেন, বায়ুদুষণ রোধে রাজশাহী বিশ্বের সেরা নগরী। এজন্য আমরা গর্বিত। আর এ অর্জন সমস্ত মহানগরবাসীর। দেশের ১১টি সিটি করপোরেশনের মধ্যে রাজশাহী সকল ক্ষেত্রে এগিয়ে। আর এটি সম্ভব হয়েছে সচেতন মহানগরবাসীর কারণে।  সামাজিক সচেতনতা নাগরিক সেবা সুনিশ্চিত করার লক্ষে বর্তমান পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অপরদিকে গতকাল সন্ধ্যায় লালন শাহ পার্কে আয়োজিত ৯নম্বর ওয়ার্ড প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের  লোগো উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন কালে তিনি বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজকে যৌনহয়রানি, মাদকসহ সকল প্রকার অসামাজিক কার্যকলাপ থেকে দুরে রাখতে।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ডা. রানা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার হাসান কবির। অনুষ্ঠানে মেয়র অংশগ্রহণকারী দলের দলনেতাদের হাতে লোগো সম্বলিত পতাকা তুলে দেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি আগামী ৪ নভেম্বর শুরু হবে। এতে অংশগ্রহণ করছে ২০টি দল। টুর্নামেন্টের টাইটেল স্পন্সার কার কেয়ার সেন্টার।

এ বিভাগের অন্যান্য সংবাদ