শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের একাধিক ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টির জন্য। কয়েকটি ম্যাচ শেষ করতে হয়েছে ওভার কমিয়ে। কিছু ম্যাচ আবার নির্দিষ্ট সময়ে শেষ করা যায়নি। সুপার এইট পর্ব শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজ়ের আবহাওয়া চিন্তায় রেখেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কর্তাদের। ম্যাচের দিন ধরে ধরে আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করছেন তাঁরা।
বৃষ্টির জন্য বিশ্বকাপের একাধিক ম্যাচ বাতিল হওয়ায় বিরক্ত ক্রিকেট বিশেষজ্ঞ থেকে ক্রিকেটপ্রেমীরা। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় কেন পুরো মাঠ ঢাকার ব্যবস্থা করা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্করের মতো প্রাক্তন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের সব ম্যাচই হবে ওয়েস্ট ইন্ডিজ়ে। আমেরিকায় আর কোনও ম্যাচ নেই। সুপার এইটের ম্যাচগুলি হবে বার্বাডোজ, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং অ্যান্টিগুয়ায়। এই চার জায়গার আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রেখেছেন আইসিসি কর্তারা। পাশাপাশি, মাঠগুলিকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হচ্ছে।
বার্বাডোজে সুপার এইটের তিনটি ম্যাচ-সহ রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। ২০ জুন ভারত-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাকি তিনটি ম্যাচের দিনেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২২ জুন আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের দিন ৪০ শতাংশ এবং ২৪ জুন আমেরিকা-ইংল্যান্ড ম্যাচের দিন ৫৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হতে পারে ২৯ জুনের ফাইনালেও।
সেন্ট লুসিয়ায় সুপার এইটের তিনটি ম্যাচ হওয়ার কথা। এখানেই হবে ২৪ জুন ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। সে দিন এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহবিদদের আশঙ্কা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে রোহিত শর্মাদের সঙ্গে মিচেল মার্শদের লড়াই।
সেন্ট ভিনসেন্টে সুপার এইটের দু’টি ম্যাচ হওয়ার কথা। আইসিসি কর্তাদের চিন্তায় রেখেছে এখানকার দু’টি ম্যাচ। ২৩ জুন অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৫২ শতাংশ। ২৫ জুন আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেননি আবহবিদেরা।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন