রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
টি-২০ বিশ্বকাপে এবার রেকর্ড প্রাইজ মানি। আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে গেল। বিশ্বকাপের ইতিহাসে এবার চ্যাম্পিয়নরা সবচেয়ে বেশি আর্থিক পুরস্কার পাবে। সোমবার টি-২০ বিশ্বকাপের প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। সব মিলিয়ে প্রায় ৯৩ কোটি টাকার প্রাইজ মানি ঘোষণা করল ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা।
তারমধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ২ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। যা ভারতীয় মুদ্রায় ২০ দশমিক ৩ কোটি। যা ছাপিয়ে গেল আইপিএলকে। আইপিএলে ২০ কোটি দেয়া হয় চ্যাম্পিয়ন দলকে। রানার্স দল পাবে ১ দশমিক ২৮ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১১ কোটি টাকা।
সেমিফাইনাল থেকে বিদায় নেয়া দুটো দল প্রায় সাড়ে ছয় কোটি করে পাবে। এছাড়াও বাকি দলের জন্য থাকছে প্রাইজ মানি। বিশ্বকাপের প্রত্যেক অংশগ্রহণকারী দল পাবে ২ কোটি টাকার আর্থিক পুরস্কার। তার সঙ্গে ম্যাচ ফি যোগ হবে।
আইসিসির চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালডারিস বলেন, ‘বিশ্বকাপ মানেই ঐতিহাসিক ইভেন্ট। টুর্নামেন্টের সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রাইজ মানি ঠিক করা হয়েছে। এবারের বিশ্বকাপ সেরা হতে চলেছে। বিশ্বের কোটি কোটি লোকের নজর থাকবে বিশ্বকাপে।’
তথ্যসূত্র: আজকাল অনলাইন