টুর্নামেন্টের গতকালের একটি ম্যাচের মুহূর্ত ।। নগরীতে ক্লেমন টি-টোয়েন্টি ক্রিকেটে নওদাপাড়া একাদশ জয়ী

আপডেট: নভেম্বর ২৭, ২০১৬, ১১:২০ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক



গতকাল বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে ক্লেমন টি-২০ক্রিকেট টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুরাদ স্মৃতি একাডেমীকে ৫ উইকেটে হারিয়েছে নওদাপাড়া ক্রিকেট একাদশ। নওদাপাড়া ক্রিকেট একাদশ টসে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের খেলায় মুরাদ স্মৃতি একাডেমী ২০.০০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ শোভন ৪২ বলে ৪৭ রান করে। দলের পক্ষে রাহুল ২য় সর্বোচ্চ ৩০ বলে ৩৯ রান করে। বিপক্ষে দলের সাঈদ ২৯ রানে ২টি উইকেট ও বিপুল ২২ রানে ১ উইকেট লাভ করে। ও জনি ২৫ রানে ১ উইকেট লাভ করে।
জবাবে নওদাপাড়া ক্রিকেট একাদশ ১৯.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ মামুন ৩৬ বলের বিনিময়ে ৫০ রান সংগ্রহ করে। বিপক্ষ দলের রুবেল ২৮ রানে ২টি ও সুমন ৩৮ রানে ২টি উইকেট লাভ করে।
দিনের অন্য খেলায় কোর্ট নিউমার্কেট দল ৬ উইকেটে অপরাজেয় পাবনা দলকে পরাজিত করেছে। টসে কোর্ট নিউমার্কেট জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে অপরাজেয় পাবনা ৬ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ সাওন ৩০ বলে ২৩ রান ও হিমেল ৩০ বলে ২১* রান করে। বিপক্ষ দলের টনি ১২ রানে ২ উইকেট ও স¤্রাট ২৯ রানে ২টি উইকেট লাভ করে। জবাবে কোর্ট নিউমার্কেট ১৯.১ ওভারে ৪ উইকেটে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত টনি ৪৫ বলে ৫৫ ও তুষার ৩১ বলে ২৮ রান এবং স¤্রাট ১২ বলে ২২ রান  সংগ্রহ করে। আসিফ ১৭ রানে ২ উইকেট লাভ করে।