টেকনের কাউন্সিলর পদ বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের

আপডেট: মার্চ ১৭, ২০২৪, ১১:২৩ অপরাহ্ণ

টেকনের কাউন্সিলর পদ বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের
নিজস্ব প্রতিবেদক:


আবদুল হামিদ সরকার টেকনের রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কাউন্সিলর পদ বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। রোববার (১৭ মার্চ) সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দুর্ব্যবহার ও অসাদাচরণের প্রতিবাদ জানানো হয়। টেকন রাসিকের ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মুক্তিযোদ্ধারা চাই টেকনের কাউন্সিলর পদ বাতিল

এতে সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান।
সভায় জানানো হয়- শুক্রবার (১৫ মার্চ) বিকেল ৪টার সময় সাগরপাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালীন ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকন উত্তেজিত ও রাগান্নিত অবস্থায় চিৎকার করতে করতে প্রবেশ করে। এসময় তিনি আমাকে ও উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে কটূক্তি, দুর্ব্যবহার ও মারমুখি অশালীন আচরণ করতে থাকে। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের সঙ্গে কথা বললাম, তিনি ব্যবস্থা করে দিতে চেয়েছেন।

টেকনের কাউন্সিলর পদ বাতিলের দাবিতে মুক্তিযোদ্ধারা বলেন

টেকন আমাদের সাথে মুখে ভাল কথা বলে কিন্তু বাস্তবে উল্টো করে। ভবনের বিদ্যুৎ সামগ্রী নিম্নমানের, সুইচে টিপ দিতেই ভিতরে ঢুকে যায়, আর কোনো কাজ করে না। যে সমস্ত আসবাবপত্র সরবরাহ করেছে সেগুলোও মানসম্মত নয়। ওয়াস রুমের ফিটিংসও শিডিউল মোতাবেক দেয়নি। কাজের মধ্যে অনিয়ম ও ত্রুটি আছে। এই সমস্ত বিষয় ধামাচাপা দেওয়ার জন্যই মুক্তিযোদ্ধাদের সঙ্গে এই ধরনের আচরণ করেছে বলেও অভিযোগ বীর মুক্তিযোদ্ধাদের। এবং তারা টেকনের কাউন্সিলর পদ বাতিল চাই।

এসময় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা ন্যাপ সভাপতি মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সদস্য অ্যাড. মতিউর রহমান, ন্যাপ কমিউনিস্ট পার্টি গেরিলা বাহিনীর সমন্বয়ক অ্যাড. সাইদুল ইসলাম, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী মোল্লা, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর বিভাগীয় সমন্বয়ক আবুল হোসেন খন্দকার, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি নজরুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর নগর শাখার সভাপতি আবুল বাসার, মুক্তিযোদ্ধা মঞ্চের সদস্য নফিজ উদ্দিন নবী, সন্তান কমান্ড রাজশাহী জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান ফয়সাল।