টেক্সাসে গয়নার দোকানে ডাকাতি, গোলাগুলিতে হতাহত ৮

আপডেট: জানুয়ারি ২৪, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিয়োতে একটি গয়নার দোকানে ডাকাতির সময় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।
রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ প্রধান উইলিয়াম ম্যাকমানুস জানিয়েছেন, স্থানীয় রোলিং ওকস মলের কে জুয়েলার্সের একটি বিক্রয় কেন্দ্রে সশস্ত্র ডাকাতির পর দুই ডাকাত পালিয়ে যাওয়ার সময় গোলাগুলি শুরু হয়।
দুজন প্রত্যক্ষদর্শী ডাকাতদের পথরোধ করার চেষ্টা করলে এক ডাকাত তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। কিন্তু অপর প্রত্যক্ষদর্শী তার কাছে থাকা বৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে এক ডাকাতকে গুলি করেন। এই প্রত্যক্ষদর্শী অক্ষত আছেন।
অপর ডাকাত গুলি ছুঁড়তে ছুঁড়তে মলের ভিতর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তার গুলিতে আরো ছয়জন আহত হন।
আহতদের অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন ম্যাকমানুস। আহত ছয়জন মলের দোকানদার এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। আহত ডাকাতকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাৎক্ষণিকভাবে তাদের কারো পরিচয়ই প্রকাশ করা হয়নি।
মলটিতে তালা দিয়ে পুলিশ দ্বিতীয় ডাকাতকে ধরতে অভিযান পরিচালনা করছে। মলের দোকানদার ও তাদের কর্মীরা যার যার দোকানের ভিতরেই আছেন। তবে ক্রেতাদের একজন একজন করে মলটি থেকে বের করে দেওয়া হচ্ছে।- বিডিনিউজ