মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে হড়কা বানে ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশুসহ আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক এক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে ‘বিধ্বংসী বন্যা’ দেখা দেয়।
তিনি জানান, বন্যা কবলিত এলাকায় ব্যাপক অনুসন্ধান চলছে, যাতে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, নয়টি উদ্ধারকারী দল এবং ভূখণ্ডে থাকা পাঁচশ কর্মীরা অংশ নিচ্ছেন।
আরেক কর্মকর্তা জানান, সকালবেলা শুরু হওয়া এ উদ্ধার কার্যক্রম বিরতিহীনভাবে সারারাত ধরে চলবে।
প্যাট্রিক বলেন, মৃতের নিশ্চিত সংখ্যা আগামী কয়েক ঘণ্টায় বাড়তে পারে।
বিবিসি লিখেছে, টেক্সাসের মধ্যাঞ্চলের অনেক সড়ক বর্তমানে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে গ্রীষ্মকালীন ক্যাম্পের শিশুদের সঙ্গে বাবা-মার সম্মিলন বিলম্ব হচ্ছে।
ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ২০ শিশু নিখোঁজ রয়েছে।
১৯২৬ সালে প্রতিষ্ঠিত ক্যাম্প মিস্টিক একটি বেসরকারি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প, যা কেবল মেয়েদর জন্য। এটি কারভিল শহর থেকে ১৮ মাইল উত্তর-পশ্চিমে অবস্থিত।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, ক্যাম্প মিস্টিক ‘বিপর্যয়কর মাত্রার বন্যার’ মুখে পড়েছে। তাদের বিদ্যুৎ, পানি বা ওয়াইফাই কিছুই নেই।
তিনি জানান, সাইপ্রেস লেক ও সিনিয়র হিলের সব ক্যাম্পারদের খোঁজ পাওয়া গেছে।
তথ্যসূত্র: বিডিনিউজ