মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি
বাংলাদেশ টেলিযোগাযোগ ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি বিভাগীয় কমিটি রাজশাহীর উদ্যোগে বিক্ষোভমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিটিসিএল ভবন মালোপাড়া অফিস চত্বরে এ বিক্ষোভমিছিল, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন, ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি গোলাম রাব্বানি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জুয়েল, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সদস্য সাইদুল ইসলাম।
এছাড়া বিক্ষোভ সমাবেশের সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন, বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন আঞ্চলিক কমিটি (সিবিএ) সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের যুগ্মসম্পাদক শরীফ আলী মুনমুন। তিনি বলেন, প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান এমপির নেতৃত্বে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ বাস্তবায়নের জোর দাবি জানান।