টেসল সোসাইটি অব বাংলাদেশ রাজশাহী চ্যাপ্টারের উদ্বোধন

আপডেট: জানুয়ারি ১২, ২০২৪, ১১:০৪ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি:


TESOL Society of Bangladesh এর আজ উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে The Institute of English and other Language (TESOL) এ দিনের প্রথমার্ধে ওয়ার্কশপে Teaching English Pronunciation To Soconary Level Students এর উপর বিষয় বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। এ ওয়ার্কশপে রাজশাহী অঞ্চলের সিক্স থেকে টেন পর্যন্ত ইংরেজি বিষয়ে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদানকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন।

সীমাবদ্ধতার কারণে মাত্র কুরিজন শিক্ষক অংশগ্রহণের সুযোগ পাই এবং নির্বাচিত প্রতিষ্ঠান থেকে একজন করে শিক্ষককে সুযোগ দান করা হয়। ওয়ার্কশপে Pronunciation Teaching এর উপর বক্তব্য রাখেন হামিদুল হক American International University Bangladesh (AIUB),সাবরিনা আহমেদ, BRAC University, এবং নুসরাত আরা, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে TESOL SOCIETY BANGLADESH এর রাজশাহী চ্যাপ্টারের উদ্বোধন করা হয়। রাজশাহী চ্যাপ্টারের দায়িত্বপ্রাপ্ত তিনজন শিক্ষক পর্যায়ক্রমে বিষয় বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে শিক্ষকদের ট্রেনিং দিয়ে নতুন কারিকুলামের নির্দেশিত কার্যাবলী যথাযথভাবে মেনে শ্রেণীকক্ষে পাঠদানকে আরো ফলপ্রসু ও যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন TESOL SOCIETY OF BANGLADESH এর সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ