সোমবার, ২৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নাটোর অফিস
হাজারিবাগ থেকে সাভারের হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের প্রতিবাদে নাটোরে মানববন্ধন করেছে চামড়া ব্যবসায়ীরা। নাটোর জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের আয়োজনে গতকাল শনিবার দুপুরে শহরের চকবৈদ্যনাথ চামড়া মোকামে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন জেলা চামড়া ব্যবসায়ী সমিতি গ্রুপের সভাপতি আকরামুল ইসলাম আক্কু, সহসভাপতি লুৎফর রহমান প্রমুখ এসময় বক্তারা বলেন, উচ্চ আদালতের নির্দেশে হাজারিবাগ থেকে সাভারের হেমায়তপুরে ট্যানারি স্থানান্তর করছে ট্যানারি মালিকরা। কিন্তু সাভারের হেমায়তপুরে এখনও চামড়া প্রক্রিয়াজাতকরণের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হয় নি। গ্যাস, পানিসহ অন্যান্য লাইন না থাকায় চামড়া প্রক্রিয়াজাত করতে না পেরে শত শত অর্ডার বাতিল হয়ে যাচ্ছে। ফলে ট্যানারি মালিকদের কাছে যারা চামড়া সরবরাহ করে তারাও ক্ষতির সম্মুখিন হচ্ছেন। অবিলম্বে সাভারের হেমায়তপুরে সকল সুযোগ-সুবিধা তৈরির পর হাজারিবাগ থেকে ট্যানারি স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা।