রবিবার, ১৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক পেয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর ছয়টি আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেছেন, জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম আহমেদ। আজ রাজশাহী ছয়টি আসরের ৩৯ জন প্রার্থীর মধ্যে প্রত্যেক বরাদ্দ করা হবে।
জানা গেছে, আসন গুলোর প্রতি বরাদ্দ শেষে প্রার্থীরা বরাদ্দকৃত প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামবেন। প্রতীক বরাদ্দের অংশ হিসেবে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি পেয়েছেন ট্রাক প্রতীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট যুদ্ধে অংশ নিবেন।#