ট্রাক ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল ভ্যানচালকের

আপডেট: ডিসেম্বর ১, ২০২৪, ৭:৪৫ অপরাহ্ণ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি


পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নাহিদ প্রামাণিক (২০) নামে একজন অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। রোববার (১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া কালিকাপুরস্থ পাবনা সুগার মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ পাবনা সদর উপজেলার টেবুনিয়ার ছোট মাটিয়া বাড়ি গ্রামের সুমন প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনা সুগার মিলের সামনের মহাসড়কে একটি ট্রাক ও একটি অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানের চালক নাহিদ মারা যান।

পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং পরিচয় সনাক্ত করে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ