মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
টেকনাফ স্থলবন্দরে চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ট্রানজিট পাস চালুর অনুরোধ জানিয়ে বিজিবির কাছে চিঠি পাঠিয়েছে বিজিপি। বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান। তিনি বলেন, “গত অক্টোবরে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের পর টেকনাফ স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের ট্রানজিট পাস বন্ধ করে দেওয়া হয়। ট্রানজিট পাস চালুর জন্য গত ১৭ ফেব্রুয়ারি বিজিপি আমাদের কাছে চিঠি দিয়েছে।” এ চিঠির বিষয়ে শুক্রবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।