বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
রিপাবলিকান প্রার্থী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসভায় অংশগ্রহণ করতে আসা এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) রাতে গ্রেফতারকৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি শটগান, একটি গুলিভর্তি হ্যান্ডগান, গোলাবারুদ ও একাধিক জাল পাসপোর্ট জব্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে ওইদিনই পাঁচ হাজার মার্কিন ডলারে তার জামিন মঞ্জুর করা হয়। মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
রোববার এক সংবাদ সমেলনে রিভারসাইড কাউন্টি শেরিফ চ্যাড বিয়ানকো বলেছেন, সন্দেহভাজন (৪৯) ব্যক্তি লাস ভেগাসের বাসিন্দা। তিনি একটি অনিবন্ধিত কালো এসইউভি চালাচ্ছিলেন। তাকে জনসভার বাইরের একটি নিরাপত্তা চৌকিতে থামানো হয়।
নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু তার অসংলগ্ন কথাবার্তা ও গাড়ির অভ্যন্তরের অগোছালো অবস্থা দেখে তল্লাশি শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তখনই অস্ত্র-গোলাবারুদ, একাধিক জাল পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স খুঁজে পান তারা।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, গুলিভর্তি আগ্নেয়াস্ত্র ও উচ্চ-ক্ষমতাশীল ম্যাগাজিন বহনের সন্দেহে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শেরিফ আরও বলেছেন, ‘এই ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা জনসভায় আগত সমর্থকদের নিরাপত্তায় কোনও ঝুঁকি তৈরি হয়নি। গ্রেফতারের ঘটনার সময় ট্রাম্প সভাস্থলে উপস্থিত হননি।’
সন্দেহভাজনকে ২ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।
সন্দেহভাজনের উদ্দেশ্য নিয়ে কোনও অনুমাননির্ভর মন্তব্য করতে রাজি হননি শেরিফ বিয়ানকো। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই অনাকাঙ্ক্ষিত একটি পরিস্থিতি এড়াতে পেরেছি। এখন সেই পরিস্থিতি কি হতে পারত, তা ভাবা অপ্রাসঙ্গিক।’
গ্রেফতারের ঘটনায় ট্রাম্প শিবিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন