মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেন। সোমবার (১৩ মে) নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে জবানবন্দি দেয়ার সময় তিনি এই কথা বলেন।
জবানবন্দি দেয়ার সময় কৌঁসুলি সুসান হফিংগারের প্রশ্নের জবাবে কোহেন বলেন, ‘আমি যা করেছি, ট্রাম্পের নির্দেশে এবং তাঁর লাভের জন্যই করেছি।’ ফোন রেকর্ড বের করে কৌঁসুলিরা দেখান, ঘুষ দেয়ার ওই সময় ফোনে কথা বলেছিলেন ট্রাম্প ও কোহেন। কোহেন ২০১৬ সালের ২৮ অক্টোবর ট্রাম্পকে ফোন করে ৫ মিনিটের বেশি সময় কথা বলেন।
ওই দিনই স্টর্মির সঙ্গে বোঝাপড়া চূড়ান্ত হয়েছিল। কোহেন আরো বলেন, শেষ পর্যন্ত তিনি স্টর্মির আইনজীবীর কাছে ব্যাংকের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার ডলার হস্তান্তর করেছিলেন। স্টর্মি বোঝাপড়া চুক্তি এবং অতিরিক্ত নথিতে স্বাক্ষর করেছিলেন। আপাতত মঙ্গলবার পর্যন্ত শুনানি মুলতবি করেছে আদালত। সেদিনও জবানবন্দি দেবেন কোহেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০০৬ সালে স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেওয়া হয়েছিল স্টর্মিকে।
তথ্যসূত্র: আজকাল অনলাইন