ট্রাম্পের বিরুদ্ধে পথে নামলেন তারকারা

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৭, ১২:০২ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



প্রেসিডেন্ট শপথ নেওয়ার পর একদিনও কাটতে পারল না, বিক্ষোভের মুখে পড়তে হল ডোনাল্ড ট্রাম্পকে। শুধু সাধারণ মানুষ নন, হলিউডের বিখ্যাত অভিনেতা–অভিনেত্রীরাও ট্রাম্পের সমালোচনায় মুখর। স্কারলেট জনসন, অ্যাশলে জুড, ম্যাডোনা, অ্যালিসিয়া কেইস শুরু করে আমেরিকা ফেরেইরা, মাইকেল মুর, জেনেলে মোনে কে নেই সেই তালিকায়। ওয়াশিংটনে ‘ওমেন’স মার্চ’এ অংশ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেন তাঁরা। নব নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে এদিনের বিক্ষোভ সমাবেশে কয়েক লক্ষ মহিলা অংশ নিয়েছিলেন। সমাজে নারীর অধিকার জন্য লড়াই, ট্রাম্পের অভিবাসন নীতি প্রভৃতিই ছিল বিক্ষোভের কারণ। তাঁেদর সামনেই বক্তৃতা রাখেন অভিনেতা–অভিনেত্রীরা। স্কারলেট জনসন বলেন, ‘আমি ট্রাম্পকে ভোট দিই নি, তবে প্রেসিডেন্ট হিসেবে আমি তাঁকে সমর্থন করি। আমি আমার মেয়ে হয়তো এমন একটি দেশে বড় হতে চলেছে যে দেশটি সামনের দিকে না এগিয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে।’ এরপরেই ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘আপনার মেয়ে ইভাঙ্কা যে সুযোগ–সুবিধা পাবে আমার মেয়ে হয়ত পাবে না।’ আমেরিকা ফেরেইরা ছিলেন আরও আক্রমণাত্মক। বলেন, ‘প্রেসিডেন্ট আমেরিকা নয়। তাঁর ক্যাবিনেট, কংগ্রেসও আমেরিকা নয়। আমরা অর্থাৎ সাধারণ মানুষ হল আমেরিকা। আমরা এখানে থাকতে এসেছি। আমাদের পরিবার, প্রতিবেশীদের জন্য এদিনের পদযাত্রায় অংশ নিয়েছি আমরা। আমাদের প্রত্যেককে একসঙ্গে লড়াই করতে হবে। আমরা যদি জোটবদ্ধ না হই, তাহলে এই লড়াই হেরে যাব।’  হিংসার বিরুদ্ধে স্বাধীনতাকে বেছে নিতে বলেন গায়িকা এবং অভিনেত্রী জেনেলে মোনে। এছাড়া বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ম্যাডোনা, অ্যালিসিয়া কেইসরাও।- আজকাল