ট্রাম্পের শপথের ঠিক আগেই প্রেসিডেন্টের ক্ষমতার নজিরবিহীন প্রয়োগ বাইডেনের!

আপডেট: জানুয়ারি ২০, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক


আর কয়েক ঘণ্টা, তারপরই প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। অতীতের পথে জো বাইডেন। কিন্তু, ইস্তফার আগেই প্রেসিডেন্ট পদের ক্ষমতার নজিরবিহীন প্রয়োগ ঘটালেন মার্কিন পের্সিডেন্ট বাইডেন।

সোমবার প্রাক্তন চিকিৎসা উপদেষ্টা অ্যান্থনি ফাউসি, অবসরপ্রাপ্ত জেনারেল মার্ক মিলি এবং ২০২১ সালের ৬ জানুয়ারী মার্কিন ক্যাপিটলে হামলার তদন্তকারী হাউস কমিটির সদস্য, কর্মী এবং সাক্ষীদের আগাম ক্ষমা ঘোষণা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট। এঁরা প্রত্যেকেই কোভিড যোদ্ধা, ফলে এঁদের ‘রক্ষাকবচ’ দিলেন বিদায়ী প্রেসিডেন্ট।

২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবনে (ক্যাপিটল হিল) হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছিলেন অ্যান্থনি ফাউচি ও মার্ক মিলি। স্বাভাবিকভাবেই, তাঁরা এবার নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন বাইডেন। ফলে প্রেসিডেনশিয়াল পাওয়ার বা প্রেসিডেন্ট পদ প্রদত্ত বিশেষ ক্ষমতার প্রয়োগ করলেন বিদায়ী প্রেসিডেন্।

তবে মার্কিন ইতিহাসে প্রেসিডেন্টের এহে ক্ষমতারন প্রয়োগ নজিরবিহীন।

প্রেসিডেন্ট বাইডেন তাঁর ইস্তফার কয়েক আগে এক বিবৃতিতে জানিয়েছেন, “আমি আইনের শাসনে বিশ্বাসী। আশা করছি, আমাদের বিচার ব্যবস্থার শক্তি ও সামর্থ বজায় থাকবে। তবে বর্তমানে ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। তাই হাত-পা গুটিয়ে বসে থেকে বিবেকের দংশন সইতে পারব না।”

এর আগে রবিবার মার্কিন ক্যাপিটলে হামলা প্রসঙ্গে বলেছিলেন যে, “এমন কোনো ঘটনা কখনো ঘটেইনি, এমন ভাবাটা উচিত হবে না বলেই আমার মনে হয়। আমি মনে করি, তিনি যা করেছিলেন, সেটা গণতন্ত্রের জন্য সত্যিকারের হুমকি ছিল।” তবে বাইডেন সঙ্গে এটাও যোগ করেছিলেন, “আশা করি, আমরা এসবের ঊর্ধ্বে। এমন ঘটনার পুনরাবৃত্তি হওয়া উচিত নয়। তবে এ ঘটনা ভুলে যাওয়াও ঠিক হবে না বলেই আমি মনে করি।”
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

এ বিভাগের অন্যান্য সংবাদ