সোনার দেশ ডেস্ক :
৪৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্বভাবতই গোটা বিশ্বের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। অবশেষে সাবধানী প্রতিক্রিয়া জানাল চিন।
সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় চিনের বিদেশ দপ্তর জানিয়েছে, আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনে সাম্প্রতিক ফলাফলের জেরে “বেজিং-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হতে পারে।” পাশাপাশি বুধবার রাতেই প্রেসিডেন্ট শি জিনপিং ফোন করে ট্রাম্পকে শুভেচ্ছা জানান!
(প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন।
এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি।
যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।)
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন