শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
ফের হোয়াইট হাউসের দিকে এগোচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০১৬–২০ টার্মে তিনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জাদুসংখ্যার দিকে এগোচ্ছেন ট্রাম্প।
আমেরিকার ৫০টি প্রদেশের একটিতে জয়ী হওয়ার অর্থ সংশ্লিষ্ট প্রার্থী সেই প্রদেশের সব ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন। ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। ম্যাজিক ফিগার ২৭০। সেই জাদুসংখ্যা পেয়ে গেছেন ট্রাম্প। এই মুহূর্তে ২৭৭ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে গেছেন ট্রাম্প। আর হ্যারিস পেয়েছেন ২২৬ ইলেক্টোরাল কলেজ ভোট।
এদিকে ট্রাম্প অনেকটা এগিয়ে যেতেই কমলা হ্যারিস বাতিল করে দিলেন গণনা রাতের ভাষণ। হ্যারিসের নির্বাচনী প্রচারের দায়িত্বে থাকা সেড্রিক রিচমন্ড বলেছেন, ‘গণনার রাতে ভাইস প্রেসিডেন্টের ভাষণ শুনতে পাবেন না। শুনতে পাবেন আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার।’
এদিকে, গণনা শেষ হওয়ার আগেই মার্কিন আইনসভার উচ্চকক্ষ সেনেটের দখল নিয়ে নিল ট্রাম্পের দল। নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটিভসেও ট্রাম্পের দল এগিয়ে রয়েছে। ১০০ আসনের সেনেটে এতদিন ৫১ আসন ছিল ডেমোক্র্যাটদের দখলে। আর রিপাবলিকানদের দখলে ছিল ৪৯ আসন।
কিন্তু মাত্র দুই আসনের ব্যবধান মুছে ফেলেছেন রিপাবলিকানরা। আর পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টিটভসে সংখ্যাগরিষ্ঠ ছিল রিপাবলিকানরা। প্রাথমিক গণনায় ইঙ্গিত, এ বারেও সেখানে নিজেদের আধিপত্য ধরে রাখতে চলেছে তারা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন