মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
নগরীতে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম (৫০) নামে অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। শফিকুল ইসলাম জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর গ্রামের মৃত পাঞ্জাব আলীর ছেলে।
প্রত্যক্ষদশীরা জানান, শফিকুল ইসলাম অটোরিকশা রেখে বহরমপুর সিটি বাইপাস মোড়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি হেঁটে রেললাইনের ওপারে যাবার প্রস্তুতি নেন। কিন্তু ওই সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি কমিউটার ট্রেন ধাক্কা দেয় তাকে। এর ফলে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।