বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
যশোরের চুড়ামনকাটি রেল ক্রসিঙে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে ট্রাকটির চালক ও হেলপার নিহত হয়েছেন।
রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৫:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনায় ট্রাকের চালক পারভেজ এবং তার হেলপার নাজমুল সিহত হন।
চালক পারভেজের বাড়ি ঝিনাইদহের কোটচাঁদপুরের কাকমারি গ্রামে এবং নাজমুলের বাড়ি মহেশপুরের আজমপুর গ্রামে। দুর্ঘটনাকালে রেল ক্রসিঙের ব্যারিয়ার তোলা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্র থেকে জানা য়ায়, মহেশপুর থেকে মালবাহী ওই ট্রাকটি যশোরের দিকে আসছিল। ওই সময় রকেট মেইল ট্রেনটি চিলাহাটি থেকে যশোর হয়ে খুলনার দিকে যাচ্ছিল। এ সময় যশোর-চৌগাছা সড়কের চুড়ামনকাটি রেল ক্রসিঙের ব্যারিয়ার তোলা ছিল। ট্রাকটি ক্রসিঙে উঠামাত্র ট্রেনের ধাক্কায় সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার নিহত হন।
দুর্ঘটনার সময় রেলক্রসিঙের দায়িত্বপ্রাপ্ত কর্মচারী ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে যশোর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তথ্যসূত্র: বাংলানিউজ