ট্রেনে কাটা পড়ে বীর মুক্তিযোদ্ধার মেয়ের মৃত্যু

আপডেট: নভেম্বর ৪, ২০২৩, ৭:০৬ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে মনি খাতুন (৩৫) এক নারীর মৃত্যু হয়।
শনিবার (৪ নভেম্বর) বেলা ১০:৩০ মিনিটের দিকে আক্কেলপুরের গণিপুর মন্ডল পাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া নারীর মরদেহ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ জানায়, মৃত মনি খাতুন আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলীর মেয়ে। জন্ম থেকেই মুনি খাতুন বাক প্রতিবন্ধী তার দুই ছেলে পুলিশের সদস্য। আত্মীয় বাড়িতে বেড়াতে যাবেন বলে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুর স্টেশন এর দিকে হেটে যাওয়ার সময এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ