ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া দুরন্ত ২ শিশুকে পরিবারে হস্তান্তর

আপডেট: নভেম্বর ১০, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:


ট্রেনে চড়ে হারিয়ে যাওয়া গাইবান্ধার দুরন্ত দুই শিশুকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ তাদের হস্তান্তর করে।

উদ্ধার দুই শিশু গাইবান্ধার ফুলছড়ি থানার কাতলামারী গ্রামের আব্দুল খলিলের ছেলে শাকিল আহম্মেদ (১১) এবং একই এলাকার আব্দুস সালামের ছেলে রাশেদুল ইসলাম (১২)।

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বলেন, তারা বাড়ি থেকে গাইবান্ধা স্টেশন ঘুরতে এসে দুরন্তপনায় ট্রেনে উঠে পড়েছিল। তখন ট্রেনটি ছেড়ে দেওয়াই তারা ট্রেন থেকে নামতে পারে নাই। পড়ে সান্তাহার জংশন স্টেশনে নেমে ঘোরাঘুরি করার সময় প্লাটফর্মে দায়িত্বরত রেলওয়ে পুলিশ তাদের সাথে কথা বলে জানতে পারে তারা ভুলে ট্রেনে চড়ে চলে আসছে। পড়ে তাদের কাছে থেকে এক মোবাইল নম্বর পাওয়া যায়। সেই নম্বরের সূত্র ধরে তাদের পরিাবারকে খুঁজে তাদেরকে কাছে হস্তান্তর করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ