রবিবার, ২০ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক :
মাউন্ট এভারেস্ট। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। সমুদ্র পৃষ্ঠ থেকে যেটি ৮, ৮৪৮ মিটার উঁচু। কিন্তু এভারেস্টের উচ্চতা নাকি বাড়ছে আরও। গবেষণা বলছে, একপ্রকার ঠেলে তুলে দেওয়া হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গকে।
পৃথিবীর উপরিভাগের দুটি প্লেটের সংঘর্ষে এভারেস্টের সৃষ্টি। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা বলছে, এভারেস্টের এই উচ্চতার মূলে রয়েছে নদীক্ষয়। এই দুটি নদীর নাম হল কোশী এবং অরুণ। ৮৯ হাজার বছর আগে এই দুই নদীর মিলিত কারণেই এভারেস্টের উচ্চতা ১৫ থেকে ৫০ মিটার পর্যন্ত বেড়ছে। শুধু তাই নয়, বলা হয়েছে, আরও বাড়তে পারে পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গের উচ্চতা।
এই গবেষণা রিপোর্ট রীতিমত হইচই ফেলেছে। তাতে বলা হয়েছে, দুটি নদীর মিলিত হওয়ার কারণে বেড়েছে ভূমিক্ষয়। এই প্রক্রিয়াকে বলা হচ্ছে আইসোস্ট্যাটিক রিবাউন্ড। তার কারণেই প্রতি বছর ১০ শতাংশ করে বাড়ছে এই পর্বর শৃঙ্গের উচ্চতা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন