রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ


সংবাদ বিজ্ঞপ্তি:ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের হাসপাতালের নিচ তলায় রোগীদের সাথে সচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয়, ‘ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময়’। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী ডায়াবেটিক এসোসিয়েশনের সহ-সভাপতি প্রফেসর এম গোলাম আকবর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল পরিচালক প্রফেসর ডা. একেএম মনোয়ারুল ইসলাম ও ডায়াবেটিস কনসালটেন্ট ডা. মো. মনওয়ারুল হক। স্বাগত বক্তব্য দেন, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. আয়েশা সিদ্দিকা।

ডায়াবেটিক প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন রাডাস জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শরিফুল হাসান রিপন। সঞ্চালনায় ছিলেন, মোসাওয়ের হোসেন, এসিসট্যান্ট ডাইরেক্টর (এডমিন)। এছাড়াও ফ্রি রোগীদের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠান সমিতির ইসাহাক আলী কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সমিতির কার্যনির্বাহী পরিষদ সদস্য, আজীবন সদস্য, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী, রোগী ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সচেতনতা দিবস উপলক্ষে ইনডোর ও আউটডোরের রোগীদের স্বাস্থ্যসম্মত উন্নতমানের খাবার সরবরাহ এবং শহরের বিভিন্ন স্থানে পোস্টারিং ও লিফলেট বিতরণ করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ