ডা. কাজেম হত্যকারীদের গ্রেফতারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

আপডেট: আগস্ট ২৯, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ

শিবগঞ্জ প্রতিনিধি:
এক বছর হতে চললেও চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী হত্যকারীদের গ্রেফতার না করার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জেলায় কর্মরত চিকিৎসকরা।



বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সিনিয়র ডা. ময়েজ উদ্দিন, জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা. এসএম মাসুদ পারভেজ, সিভিল সার্জন ডা. মাহমুদুর রশিদ, ডা. মহিউদ্দিন আহমেদ, ডা. আব্দুস সামাদ. ডা. মাহফুজ রায়হান, ডা. নাসির উদ্দিন, ডা. আল মামুন. ডা. মোসফিকুর রহমানসহ অন্যরা। মানববন্ধনে চিকিৎসক, নার্সসহ ফার্মেসি মালিকগণ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ অক্টোবর রাতে রাজশাহীতে খুন হন চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী। কিন্তু এখন পর্যন্ত হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।