ডা. মিলন দিবস আজ

আপডেট: নভেম্বর ২৭, ২০২৩, ১২:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


আজ রোববার শহিদ ডা. মিলন দিবস। ১৯৯০ সালের ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের অগ্নিঝরা উত্তাল সময়ে স্বৈরশাসকের লেলিয়ে দেয়া ঘাতকদের গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্মমভাবে নিহত হন শহিদ ডা. শামসুল আলম খান মিলন।

তিনি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্মসচিব, সামরিক স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক ও ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক।
শহিদ ডা. মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নতুন গতিবেগ সঞ্চারিত হয়। তাঁর আত্মদান সে সময় চলমান আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দেয়, আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে যায়। এ মর্মান্তিক ঘটনার মাত্র ১০ দিনের মাথায় ছাত্র-জনতার তীব্র গণঅভ্যুত্থানের মুখে স্বৈরতন্ত্রের পতন হয়। দেশ যাত্রা শুরু করে গণতান্ত্রিক ধারায়।

ওই দিন থেকে প্রতিবছর ২৭ নভেম্বর ‘শহিদ ডা. মিলন দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ