রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
ডা. সৈয়দ সাফিকুল আলমের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালণ করেন বিশিষ্ট ব্যক্তিরা-সোনার দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বলেছেন, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ সাফিকুল আলম তাঁর কর্মের মধ্যে বেঁচে আছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় বোয়ালিয়া থানার মোড় সংলগ্ন বিবি হিন্দু একাডেমীতে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ সাফিকুল আলম-এর স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, মানুষ মানুষের উপরকার করবে এ জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। ডা. সাফিকুল আলম ছিলেন একজন পরপোকারী মানুষ। তিনি দরিদ্র মানুষকে ফ্রি চিকিৎসা প্রদান করতেন। রাজনৈতিক জীবনে তাঁর অবদান ছিল উলে¬খযোগ্য। তাঁর প্রতিষ্ঠিত আজকের এই ধ্রুবসখার শিক্ষার্থীরা চিরদিন তাঁর আদর্শের কথা বলবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ভাষাসৈনিক আবুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহসভাপতি শাহিন আকতার রেনী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা প্রমুখ।
এর আগে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়াও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।