ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা স্থগিত

আপডেট: আগস্ট ১৬, ২০১৭, ১:১৮ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক


জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ ১৬ ও ১৭ আগস্ট অনুষ্ঠিতব্য শুধু ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে এ পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত এ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে। রাইজিংবিডি