ডিজিটাল দেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই : আখতার জাহান

আপডেট: জানুয়ারি ১৯, ২০১৭, ১২:১১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



সাংসদ বেগম আখতার জাহান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। কারিগরি শিক্ষা দেশের উন্নয়নের হাতিয়ার। তাই আত্মনির্ভরশীল হতে হলে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে।
গতকাল বুধবার সকালে নগরীর হড়গ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ ড. মারুফ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ ওবায়দুল্লাহ, জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল আলম।

এ বিভাগের অন্যান্য সংবাদ