মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালয়ে ৩শো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।
গ্রেফতারকৃত আসামি আল আমীন (২২)।নগরীর রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ার সেলিম রেজার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৫ নভেম্বর) ভোর ৪:৩০ টায় গোয়েন্দা পুলিশের একটি টিম বসুয়া উত্তরপাড়ায় অভিযান চালিয়ে আল আমীনকে তার বাড়ি থেকে ৩শো পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো।
আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।