ডিবি’র অভিযানে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার গ্রেপ্তার; ১

আপডেট: মার্চ ২৭, ২০২৫, ২:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :


রনগরীর শাহমখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খবর বিজ্ঞপ্তির।

গ্রেপ্তারকৃত আসামি মো, আব্দুর রহমান (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার মো. আ. লতিফের ছেলে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বুধবার (২৬ মার্চ ) দিবাগত রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শাহমখদুম থানার খড়খড়ি বাজার হতে বড়বনগ্রামের দিকে যাওয়ার সময়

৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, রাজশাহীতে গাঁজা বিক্রির জন্য কুমিল্লা জেলার সীমান্ত এলাকা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসছে। এছাড়াও দীর্ঘদিন যাবত সে গাঁজা ক্রয় করে খুচরা মাদক ব্যবসায়ীদের বিক্রি করে আসছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ