রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক :
নগরীর দামকুড়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামিরা হলো- আব্দুল হাকিম (৪০), দুলাল হোসেন (৩৫) ও ফজলুর রহমান (৫০)। আব্দুল হাকিম নগরীর দামকুড়া থানার হরিপুর খড়িয়ার ধারের আবু হোসেনের ছেলে, দুলাল জেলার গোদাগাড়ী থানার ইমামগঞ্জের সামসুদ্দিনের ছেলে এবং ফজলুর রহমান একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জানুয়ারি) বিকাল ৪:৪৫ মিনিটে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম দামকুড়া থানার হরিপুর খড়িয়ার ধারে অভিযান চালিয়ে আসামি আব্দুল হাকিমকে গ্রেফতার করে। এসময় আসামির কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার হয়।
অপর একটি টিম এদিন ৩:৩০ মিনিটে অভিযান চালিয়ে দামকুড়া থানার মধুপুর ভাটাপাড়া এলাকায় থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ আসামি দুলাল হোসেন ও ফজলুর রহমানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।