রবিবার, ১৮ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ, ৫ বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বব ডিলানকে ছাড়াই আড়ম্বরপূর্ণ আয়োজনে এ বছর নোবেল বিজয়ীদের হাতে তুলে দেয়া হলো পুরস্কারের পদক ও অর্থের চেক।
শনিবার নরওয়ের রাজধানী অসলোতে শান্তিতে নোবেল জয়ী কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের হাতে পুরস্কার তুলে দেয় নোবেল কমিটি।
আর চিকিৎসা বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন, অর্থনীতি ও সাহিত্যে নোবেলজয়ীদের পুরস্কার দেওয়া হয় সুইডেনের স্টকহোমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে। স্টকহোমের কনসার্ট হলে সুইডেনের রাজা কার্ল চতুর্দশ গুস্তাফ তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে সাহিত্যে নোবেলজয়ী রবার্ট অ্যালেন জিমারম্যান (বব ডিলান) সশরীরে পুরস্কার গ্রহণ করেননি বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রথমবারের মতো সাহিত্যে সর্বোচ্চ এই পুরস্কারজয়ী মার্কিন গায়ক ও গীতিকার ডিলান পুরস্কার নিতে স্টকহোমে আসবেন না বলে আগেই জানিয়েছিলেন।
প্রত্যেক পুরস্কার বিজয়ীকে পদক ও সনদপত্রের সঙ্গে দেয়া হয়েছে ৮০ লাখ সুইডিশ ক্রোনার।- বিডিনিউজ