ডিসিদের জন্য প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনা দেশের স্থিতিশীলতার জন্য যা পালনীয়

আপডেট: জানুয়ারি ২৮, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীতে জেলা প্রশাসকদের (ডিসি) তিন দিনব্যাপী বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে হল। ২৪ জানুয়ারি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৬ জানুয়ারি সম্মেলন শেষ হয়। সম্মেলনে সরকার প্রধানের সাথে মাঠ পর্যায়ে কর্মরত জেলা প্রশাসকদের সরাসরি মতবিনিময় হয়। সরকার প্রধানের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী ও সচিবরা আলোচনায় যোগ দেন এবং ডিসিদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসকদের দেয়া মোট ২৪৫টি প্রস্তাবের ওপর ২৬টি কার্য অধিবেশনে আলোচনা করা হয়েছে। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ডিসিরা গত বছরের সম্মেলনে ২৪২টি প্রস্তাব রেখেছিলেন, যার মধ্যে ১৭৭টি বাস্তবায়ন করা হয়েছে এবং অবশিষ্ট ৬৬টি প্রস্তাবের বাস্তবায়ন চলছে। এ থেকেই বোঝা যায় এই সম্মেলন কতটা গুরুত্বপূর্ণ।
ডিসিদের সম্মেলনে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, খাদ্যে ভেজাল, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, জনগণকে সরকারি সেবা প্রদান, খাদ্য উৎপাদন বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের ২৫টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এই নির্দেশনাগুলোও বর্তমান প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারি অফিসসমূহে সাধারণ মানুষ যেন নির্ধারিত সময়ের মধ্যে নির্বিঘেœ যথাযথ সেবা পায় তা নিশ্চিত করার কথা বলেছেন। সেবা প্রত্যাশীদের সন্তুষ্টি অর্জনই যেন সরকারি কর্মচারীদের ব্রত হয় এবং একই সাথে সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন করতেও নির্দেশনা দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ২৫ নির্দেশনা চলমান আর্থ-সামজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে অবশ্যই পালনীয় বিষয় হিসেবে উল্লেখ করা যায়। চলতি বছর জুড়েই দেশে নির্বাচনি আবহ বিরাজ করবে। সে ক্ষেত্রে সামাজিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে। জঙ্গি-সন্ত্রাসবাদের বিষয় আছে। জঙ্গিদের তৎপরতা ক্রমশ স্পষ্ট হচ্ছে। গুজব ছড়িয়ে, সন্ত্রাসী কর্মকা- পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করাও অস্বাভাবিক কিছু নয়। এ ক্ষেত্রে বরং সতর্ক-তৎপরতা খুবই প্রয়োজন। মাঠ পর্যায়ের কর্মকর্তা হিসেবে জেলা প্রশাসকদের ভূমিকা বলার অপেক্ষা রাখে না।
মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া ২৫ নির্দেশনা বাস্তবায়িত করা গেলে রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশের উন্নয়নের ধারাকে সমানগতিতে এগেয়ে নেয়া সম্ভব হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ