ডিসেম্বরেই আসছে রইসের ট্রেলার

আপডেট: নভেম্বর ২২, ২০১৬, ১১:১১ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক
বলিউড সুপারস্টার শাহরুখ খান ও পাকিস্তানি তারকা মডেল মাহিরা খানের প্রথম ছবি ‘রইস’র মুক্তি নিয়ে জল ঘোলা হয়েছে অনেক। তেমনি ছবির ট্রেলার প্রকাশ নিয়েও অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল কর্তৃপক্ষ।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ট্রেলার প্রকাশের নির্ধারিত সময় জানালেন বলিউড কিং শাহরুখ খান। আর ট্রেলার প্রকাশের জন্য আয়োজনটা বরাবরই একটু ভিন্নরকম করতে পছন্দ করেন বলিউডের মার্কেটিং জিনিয়াস খ্যাত শাহরুখ খান। তিনি বলেন, ‘নির্দিষ্ট তারিখ বলতে পারব না তবে ডিসেম্বর মাসেই ছবির ট্রেলার মুক্তি পাবে। এটি প্রকাশের জন্য আমাদের কিছু পরিকল্পনা রয়েছে। তাই টেকনিক্যাল দিকটা আগে ঠিকঠাক কিনা তা নিশ্চিত করে নিতে হবে।’
রইস নিয়ে শাহরুখ ভক্তদের উৎসাহ উদ্দীপনার শেষ নেই, তবে ছবিটির প্রচার-প্রচারণা নিয়ে বেশ হতাশ হয়ে পড়েছিল ভক্তরা। ছবিটির ট্রেলার প্রকাশের মাধ্যমে দর্শকের মনে স্বস্তি ফিরে আসবে এমন প্রত্যাশাই করছে রইস ফ্র্যাঞ্চাইজি।

এ বিভাগের অন্যান্য সংবাদ