সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কবি শামীম হোসেন। গত ৬ নভেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। কবি শামীম হোসেনের রক্তের প্লাটিলেট প্রতিদিনই আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে।
চিকিৎসকেরা জানান, একজন সুস্থ মানুষের রক্তের প্লাটিলেটের স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ পর্যন্ত। তবে কবি শামীম হোসেনের রক্তের প্লাটিলেট কমতে কমতে ৮ হাজারে নেমে এসেছে। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) রক্তের নমুনা পরীক্ষায় প্লাটিলেটের এই মাত্রা পাওয়া গেছে।
এর আগে গত সোমবার হাসপাতালে ভর্তির দিন তার রক্তে প্লাটিলেট ছিল ৮৪ হাজার। পরদিন মঙ্গলবার তা ৪৬ হাজারে নেমে আসে। এর পরদিন বুধবার ১৮ হাজারে নেমে আসে। এর পরের দিন বৃহস্পতিবার (০৯ নভেম্বর) নমুনা পরীক্ষায় দেখা যায় প্লাটিলেট নেমেছে ৮ হাজারে।
কবি শামীম হোসেন দুই দশকের অধিক সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। পাশাপাশি সাংবাদিকতা করেন। শিল্প-সাহিত্যের কাগজ ‘নদী’ সম্পাদনা করেন তিনি। ২০১৫ সালে তিনি তাঁর ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার পান। এছাড়া ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য বিশাল বাংলা সাহিত্য পুরস্কার অর্জন করেন। তিনি রাজশাহীর সাহিত্য সংগঠন কবিকুঞ্জ এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সদস্য।
কবি শামীম হোসেনের সুস্থতা কামনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া কবিকুঞ্জের সভাপতি রুহুল আমিন প্রামানিক, সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তানজিমুল হকও তার সুস্থতা কামনা করেছেন।