রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
আজ রাজশাহীর সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ড্রিম মেকিং প্রোডাকশন’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ মঙ্গলবার নগরীর ঘোড়ামারাস্থ রাজশাহী সংস্কৃতি সংঘ (পদ্মা মঞ্চে) আলোচনা সভা, চলচ্চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ড্রিম মেকিং প্রোডাকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি শাহারিয়ার চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি রাজশাহীর সভাপতি ডা. এফএমএ জাহিদ, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন, সাধারণ সম্পাদক ফটোসাংবাদিক জাবীদ অপু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিবেন, অভিনেতা আশিকুজ্জামান আশিক এবং ধন্যবাদসূচক বক্তব্য দিবেন, অভিনেতা জিহাদ খান।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১৩ ডিসেম্বর তরুণ নির্মাতা শাহারিয়ার চয়নের উদ্যেগে যাত্রা শুরু করে সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘ড্রিম মেকিং প্রোডাকশন’।