ড. শামসুজ্জাহা এছামীর মৃত্যুতে বিভাগে শোকসভা অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ২১, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ


রাবি প্রতিবেদক:


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শামসুজ্জোহা এছামীর মৃত্যুতে বিভাগের পক্ষ থেকে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জানুয়ারি) বিভাগের এ বি এম হোসেন গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে সভায় ড. শামসুজ্জোহার জীবন ও কর্মের উপর আলোকপাত করা হয়। সভায় ড. জোহার গবেষণার নিবিষ্টতা, বিভাগের সাংস্কৃতিক ও ক্রীড়াক্ষেত্রে তাঁর উজ্জ্বল উপস্থিতি ও পাঠদানের বাইরেও সার্বিক সহযোগিতায় সর্বদা নিবেদিতপ্রাণ ভূমিকা সম্পর্কে উল্লেখ করা হয়। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ছাড়াও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ ও মরহুমের বড় ভাই মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ