ঢাকায় গ্রেফতার ট্রাক চালক বাবুর মামলার সুষ্ঠু তদন্তের দাবিতে শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলন

আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ৯:২২ অপরাহ্ণ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:ঢাকায় গ্রেফতার ট্রাক চালক রাহিম আলী বাবুর মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে সোমবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে এ দাবি জানান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

ঢাকায় ট্রাক চালক গ্রেফতারের সংবাদ সম্মেলনে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, শ্রমিক ইউনিয়নের সদস্য রাহিম আলী গত ১২ বছর ধরে পেশাদার চালক হিসেবে দক্ষতা ও সততার সাথে কর্ম করে আসছে। বদলি চালক হিসেবে সিলেটে পণ্যবাহী ট্রাক নিয়ে যাচ্ছিল। পরে আমরা জানতে পারি আশুলিয়া থানায় দায়ের হওয়া মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রাক চালক বাবুকে আমরা ভাল ছেলে হিসাবে জানি, তার বিরুদ্ধে মাদকের কোন অভিযোগ আমাদের জানা নাই, কোন মামলাও নায়।

শ্রমিকদের নেতা হিসাবে আমার একটায় চাওয়া বাবুর বিরুদ্ধে করা মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,ট্রাক চালক রাহিম আলী বাবুর পিতা চুটু আলীসহ পরিবারের সদস্যরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ