সোনার দেশ ডেস্ক :
ঢাকার তেজগাঁও রেল স্টেশনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মোহনগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনটির তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বগি থেকে মা ও শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার করেছেন। নিহত অপর দুই জনের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় ফায়ার সার্ভিস সদর দফতরের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার এই তথ্য নিশ্চিত করে জানান, আগুনের খবর পেয়ে সেখানে তিনটি ইউনিট পাঠানো হয়। পৌনে সাতটার দিকে আগুন নির্বাপণ করা হয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বগিগুলোয় তল্লাশি চালিয়ে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ শেষ করেছেন। আগুনের খবর প্রথম পাওয়া যায় ভোর ৫টা চার মিনিটে।- বাসস