শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
ক্রীড়া প্রতিবেদক
ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ দলের মধ্যকার খেলার মুহূর্ত
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয় বাস্কেটবল টুর্নামেন্ট। ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কে ৫৫-৩৩ পয়েন্টে হারিয়েছে রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ। বিজয়ী দল প্রথমার্ধে ৩৭-১৪ পয়েন্টে এগিয়েছিল। রাজশাহীর শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ দলের খেলোয়াড় হ্যারি সর্বোচ্চ ১৬ স্কোর করেছেন। আর দ্বিতীয় ম্যাচে নটরডেম বিশ্ববিদ্যালয়কে ৫১-১১ পয়েন্টে হারিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-৮ পয়েন্টে এগিয়েছিল। টুর্নামেন্টে ১২ টি দল অংশ নিচ্ছে।
এদিকে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন, রাজশাহী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক খায়রুল আলম ফরহাদ ঢাকা থেকে মুঠোফোনে বলেন, রাজশাহীর ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় দলের বিরুদ্ধে ভালো খেলেছে। আজকে সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দলের বিরুদ্ধে তারা খেলবে। এই ম্যাচে জয়ী হলে শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। এবারই প্রথম শহিদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ দল জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।