রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ তিন শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৪টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ফজলুল হক মুসলিম হল থেকে ওই শিক্ষার্থীদের আটক করা হয়।
আটক শিক্ষার্থীরা হলেন- হল ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন। আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, চোর সন্দেহ এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত তিন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় প্রসাশন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন