ঢাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবিসাসের নিন্দা ও প্রতিবাদ

আপডেট: সেপ্টেম্বর ৪, ২০২৪, ১:২৯ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি :


পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরের উপর আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মী কর্তৃক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। একইসঙ্গে অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয়।

বুধবার (৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে রাবিসাসের সভাপতি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক রিপন চন্দ্র রায় এ দাবি জানান।

বিবৃতিতে রাবিসাস নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম সূত্রে জানতে পারি, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবাজারে কাপড় দেখতে গিয়ে চাঁদাবাজ সিন্ডিকেটের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সভাপতি আল সাদী ভূঁইয়া ও জাগো নিউজ টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার নাহিদ সাব্বিরসহ কয়েকজন।

এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছ্ালে তাদের সামনে দ্বিতীয় দফায় সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাদের দোকানে ডেকে নিয়ে কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীর অনুসারীরা হাতুড়ি, রড, জিআই পাইপ দিয়ে হামলা করে রক্তাক্ত করে। এ ঘটনায় এক শিক্ষার্থীর আঙুল কেটে ফেলা হয় এবং এক ব্যবসায়ী আহত হয়েছেন।

গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এমনকি মারধরের একপর্যায়ে আল সাদীর মোবাইল ছিনতাই করে আক্রমণকারীরা। এছাড়া, নাহিদের মোবাইল, মানিব্যাগ, বাইকের চাবি, প্রেস আইডি কার্ড ছিনিয়ে নেয় তারা।

এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে রাবিসাসের নেতৃবৃন্দ বলেন, রাজধানীতে বঙ্গবাজারে আওয়ামীলীগ ও বিএনপি নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি।

সাংবাদিকদের কাজ হলো সকল ধরনের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরা। কিন্তু লক্ষণীয় বিষয়, এসব ক্ষেত্রে সংবাদ সংগ্রহ করতে গেলে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হতে হয় সাংবাদিকদের।

এসব ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি। আমরা অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি দাবি জানাচ্ছি। অন্যথায় দেশের অন্যান্য ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’