তথ্য অধিকার আইন-২০১৯ বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা

আপডেট: জুন ৮, ২০২৩, ১:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


তথ্য অধিকার আইন-২০১৯ বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জুন) সকালে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় তথ্য অধকার আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি ছিলেন, পানি সম্পদ সমন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। অনুষ্ঠানে পানি সম্পদ সমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মল্লিক সাঈদ মাহবুব-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রামানিক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তর-পশ্চিমাঞ্চল বাপাউবো এর প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম, রাজশাহী পওর সার্কেল বাপাউবো রাজশাহীর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলীর দপ্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, বাপাউবো, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী (পুর) নাসরিন রাজিয়া আখতার জাহান, রাজশাহী পওর বিভাগ বাপাউবো রাজশাহীর নির্বাহী প্রকৌশলী (পুর) শফিকুল ইসলাম শেখ, প্রধান প্রকৌশলীর দপ্তর উত্তর-পশ্চিমাঞ্চল বাপাউবো রাজশাহীর সহকারী পরিচালক (প্রশাসন) এস. এম. রায়হানুজ্জামান, প্রধান প্রকৌশলীর দপ্তর উত্তর-পশ্চিমাঞ্চল বাপাউবো রাজশাহীর সহকারী প্রকৌশলী (পুর) আলী কাওছার, উপদেষ্টা জামাত খান, আহবায়ক খাজা তারেক, রাজশাহী মহানগরের সাবেক অর্থ কমান্ডর বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, ঠিকাদার সদস্য মসিহুর রহমান (লাল) এবং কে. এম. জোবায়েদ হোসেন জিতু প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ