তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক || তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষভাবে গড়ে তোলা হচ্ছে

আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ১২:১০ পূর্বাহ্ণ

সিংড়া প্রতিনিধি



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী সাংসদ জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মের হাতে দায়িত্ব দিয়েছেন। সেই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে তথ্য প্রযুক্তিতে দক্ষভাবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার।
গতকাল শনিবার সকাল ৯টার দিকে নির্বাচনী এলাকা নাটোরের সিংড়া জোড়মল্লিকা নিংগইন উচ্চবিদ্যালয়ের অ্যাসেম্বলিতে উপস্থিত প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সোনার মানুষ প্রয়োজন। সবাইকে দেশ থেকে মাদক ও জঙ্গিবাদমুক্ত করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। তিনি এসময় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী শপথ নেন।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান, গোল ই আফরোজ সরকারি অনার্স কলেজের অধ্যক্ষ আদিকুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলা কৃষি হলরুমে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়নমূলক কর্মকা- তদারকি সভায় যোগদান ও সড়ক দুর্ঘটনায় নিহত চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত আলম বকুল ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুবুল আলম মধু’র জানাজার নামাজে অংশগ্রহণ করেন। এসময় প্রতিমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ