তপন সেনকে পূজা উদযাপন পরিষদ থেকে বহিষ্কার

আপডেট: আগস্ট ২, ২০১৭, ১:০০ অপরাহ্ণ

সংবাদ বিজ্ঞপ্তি


সংগঠনের শৃঙ্খলা ভঙের অভিযোগে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সহসভাপতি তপন কুমার সেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।  সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগর কমিটির এক সভা সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজশাহী ধর্মসভা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক অলোক কুমার দাস।
বক্তব্য দেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জাতীয় পরিষদ সদস্য কার্তিক চন্দ্র হালদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরের সহসভাপতি অনল কুমার ম-ল, শংকর কুমার ঘোষ। আরো বক্তব্য  দেন, রনজিৎ সাহা, শম্ভুনাথ শর্মা, উজ্জল কুমার ঘোষ, স্বপন সাহা, নিমাই সাহা, শান্তিরঞ্জন ভৌমিক, শুভ কুমার দাস, সুজয় প্রামানিক, অসিত ঘোষ, ছন্দা দাস ও বরুনা শীল।
সভায় ১৪ আগষ্ট ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমি উপলক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়। কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় সাহেববাজার জিরো পয়েন্টস্থ হুনুমানজিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা শেষে হুনুমানজিউর আখড়া মন্দির প্রাঙ্গনে ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় কৃষ্ণপূজা ও প্রসাদ বিতরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ